খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে থেকে সন্ধ্যায় ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান ও আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে পৌরশহরের নিউ লাইফ কিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার ও নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড এন্ড ফিজিওথেরাপি সেন্টারে ১৫ হাজার টাকা এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারে ২০ হাজার টাকাসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওইসব প্রতিষ্ঠানে রেজিস্ট্রার-মানিরিসিভ সংরক্ষণ না করা, ভূয়া চিকিৎসক-পরীক্ষার নাম ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া, স্বাস্থ্যবিধি-দক্ষ চিকিৎসক ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা, আধুনিক যন্ত্রপাতির ঘাটতি ছাড়াও লাইসেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের কারণে এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে সু-চিকিৎসার নিমিত্তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইন অমান্য করে যেসব কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.