খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে স্ত্রীকে তালাক দিয়ে ৪০ কেজি দুধ দিয়ে গোসলের মাধ্যমে ২৫ বছর দাম্পত্য জীবনের অশান্তির আগুনের চিরবাসনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন লিটন ফারাজি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামের (ফারাজি পাড়া) লিটন ফারাজি পরিবারের সদস্যসহ সাধারন জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন।
অত্র পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২৫ বছর আগে লিটন ফারাজি একই ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামের লাভলী বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাঁদের ২ ছেলে এবং ১ মেয়ের জন্ম হলেও দাম্পত্য কলহ লেগেই থাকতো। এছাড়াও তাদের পরস্পর বিশ্বাসের চরম সংকট দেখা দেয়। একপর্যায় গত তিন মাস আগে স্ত্রী লাভলী স্বামী লিটনকে এক তরফা তালাক দেন। এসময় স্ত্রীকে ফিরিয়ে নিতে উপর্যুপরি দেন-দরবার ও বৈঠক করেও স্বামী লিটন শেষ পর্যন্ত ব্যর্থ হন। অবশেষে সকল জল্পনা-কল্পনা-সংশয়,বিশ্বাস-অবিশ্বাসের যবনিকা টানতে মনের ক্ষোভে-দুঃখে দুধ দিয়ে গোসল করেন লিটন।
লিটন ফারাজি তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘অতীতের অসহনীয় জ্বালাসহ সবকিছু ভুলে গিয়ে সম্পূর্ণ নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিবাহ বিচ্ছেদ ঘটান। বিষয়টি স্মরণীয় করে রাখাসহ নিজেকে পাক-পবিত্রের উদ্দেশ্যে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।