খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। প্রধান আলোচক কলেজের গভর্নিং বডির সভাপতি জহুরুল হক সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার ও অত্র কলেজে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদ সরকার। বিশেষ আলোচক ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, অত্র কলেজের উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ইউনুছ আলী, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক শামসুল আলম, শাহনাজ পারভীন, গণিত বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোশাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক আনারুল ইসলাম।