মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের কালিবাড়ী হাট কেন্দ্রীয় কালিমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু দিলিপ চন্দ্র সাহা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এবং গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম লেবু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করেছে। শারদীয় দূর্গাপূজা আমাদের জাতীয় উৎসবগুলোর অন্যতম। এ উৎসব যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য জামায়াত সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধন রক্ষা করে সবাই মিলেমিশে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখুক।”
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ আকন্দ, গাইবান্ধা জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ বর্মন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিদুষ রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পলাশবাড়ীতে সকল সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যের সাথে বসবাস করছে। এ সম্পর্ক যাতে আরো দৃঢ় হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের অনুসারী উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাস প্রদান করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.