খবরবাড়ি ডেস্কঃ তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য রওশনারা বেগম। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষগণ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।
উল্লেখ্য; ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রথম প্রান্তিকে তারুণ্যনির্ভন উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।