খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর সাবেক ছাত্রনেতা ও উপজেলা জাতীয়পার্টির নেতা জনপ্রিয় ফুটবল খেলোয়াড় পৌরশহরের পরিচিতজন আশফাক আলী মন্ডল (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পৌরশহরের অফিসের হাট মডেল মসজিদ (জামালপুর) এলাকার মরহুম আজগার আলী মন্ডলের চতুর্থ ছেলে আশফাক আলী মন্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন।
একপর্যায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে
তিনি একমাত্র মেয়ে, স্ত্রী, ভাই-বোন, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, পাড়াপ্রতিবেশি, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদযোহর স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে প্রথমত: মডেল মসজিদ
চত্বর এবং গ্রামের বাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে দ্বিতীয় নামাজে
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মইনুর রাব্বী চৌধুরী রুমান, জেলা জাপা সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ
মো. মশিউর রহমান, উপজেলা জাপা’র সাবেক সভাপতি মো. মাহামুদুজ্জামান সরকার বাদশা, জাপা নেতা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডর, জাপা নেতা মো. রবিউল হোসেন পাতা ও ফরহাদ মন্ডলসহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজননৈতিক ছাড়াও পেশাজীবি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।