খবরবাড়ি ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা, দো’আ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন গাইবান্ধা জেলা কার্যালয় উদ্যোগে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো. মিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি পরিচালক মো. জামাল উদ্দিন। আলোচনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সম্পর্কে উপস্থাপন করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতি মো. ইব্রাহীম আযহারী। এসময় ইলামিক ফাউডেশনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দো’আ ও পুরস্কার বিতরণ করা হয়।