খবরবাড়ি ডেস্কঃ ‘তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ এই স্লোগান নিয়ে ১-২৫ সেপ্টেম্বর’২৫ সাংগঠনিক মাসে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে নারী বিদ্বেষী প্রচারণা, নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সামাজিক কুসংস্কার প্রতিরোধে সংগঠক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া ও জেলা সদস্য সম্পা দেব প্রমূখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে চলে আসা সমাজের রুঢ় বাস্তবতা হল নারীরা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির শিকার, নারী বিদ্বেষী প্রচারণার নেতিবাচক কুসংস্কার হল নারীদের দূর্বল ও আবেগ প্রবন হিসাবে দেখা, নারীর স্থান ঘরে, নারীকে স্বাধীনতা দিলে সমাজ নষ্ট হয়ে যাবে,তাদের কম বুদ্ধিমান মনে করা এসব ভূল ধারণা সমাজে প্রচলিত আছে। যা নারীদের মর্যাদা, অগ্রগতি সমান অধিকারের প্রতি বাধা সৃষ্টি করে।