খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত প্রত্যাশিত দিনক্ষণ ততই এগিয়ে আসছে। দিন যতই গড়াচ্ছে। আর পাল্লা দিয়ে বাড়ছে সামগ্রিক প্রচার-প্রচারনার কার্যক্রম।
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ইচ্ছুক প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন পেতে অনেকের মত তিনিও বসে নেই। এলাকার দুই উপজেলাতেই তিনি সমান প্রিয় ব্যক্তিত্ব। সাদামাটা, নম্র-ভদ্র মিশুক স্বভাবের বিজ্ঞ-অভিজ্ঞ, সদা হাস্যোজ্জল জনদরদী একজন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন। পলাশবাড়ী পৌরশহরের অভিজাত এলাকা প্রফেসর পাড়ার শিক্ষানুরাগী শিক্ষিত পরিবারের কৃতি সন্তান আ্যড.নিয়ন। এ আসনে বিএনপি’র প্রার্থী মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন ধরেই নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, পাড়া-মহল্লার আনাচে-কানাচেসহ সর্বস্তরের ভোটারদের মাঝে নিরলসভাবে নীরব প্রচারনা চালিয়ে আসছেন।
জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির নির্যাতিত যুগ্ম আহবায়ক ও বাংলা-দেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নিয়ন তাঁর লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখেই ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। লিফলেট হাতে করে জনমানুষের দ্বারে-দ্বারে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন।
নির্বাচনী প্রচার-প্রচারনার ক্ষেত্রে ফেলে আসা দিন গুলোর ধারাবাহিকতায় প্রচারনার অংশ হিসেবে বর্তমানেও সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। ধানের শীষে ভোট পেতে তৃণমুল গ্রামগঞ্জের সর্বস্তরের সবার নিবিড় সান্নিধ্যের সংস্পর্শে নিয়মিত উঠান বৈঠক ও আলোচনাসভা ছাড়াও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন সাহায্য-সহযোগিতা অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
এরই অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনভর সাদুল্লাপুরের বিভিন্ন এলাকায় পদচারণা শেষে তিনি পলাশবাড়ীতে আসেন। এসময় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন, হোসেনপুর এবং বরিশাল ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ি,কৃষি পরিবার নানা শ্রেণি-পেশার মানুষের সাথে নির্বাচনী আলোচনা, ধানের শীষে ভোট প্রার্থনায় লিফলেট বিতরণ কালে ভোটারদের সাথে আলীঙ্গন-করমর্দন ও কুশল বিনিময় করেন।
এরপর অ্যাড. নিয়ন পলাশবাড়ী পৌরশহরের নিজ এলাকা প্রফেসরপাড়া এলাকার বাসাবাড়ী, চেনা-পরিচিত ঘনিষ্ঠ সজ্জন, বন্ধু-বান্ধবদের নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এরপর সন্ধায় পৌরশহরের কালীবাড়ি বাজরের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার, অন্যান্য পেশাজীবি ছাড়াও সার্বজনীন কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন কালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়সহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.