খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী রেজাউল করিম ও মজনু মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এএসআই শরৎ চন্দ্রের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাদেরকে পুলিশ গ্রেফতার করে। আটককৃত রেজাউল উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা মিনার উদ্দিনের ছেলে এবং মজনু একই ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। রেজাউল করিম, উপজেলার দরবস্ত ইউনিয়নের মিনার উদ্দিনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.