খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানা চত্ত্বরে উপস্থিত হলে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা’কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম। এসময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন চলাকালীন থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ছাড়াও বিভিন্ন বিষয়ে থানার অফিসার ও ফোর্সদের দিক-নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এসময় সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমারসহ গোবিন্দগঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।