খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোাবাল অ্যাফেয়ার্স কানাডা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আমরাই পারি ও অবলম্বন আয়োজনে অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে সাঁওতালি নাচ ও গান পরিবেশন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার উপজেলা যুব উন্নয়ন অফিসার সত্যরঞ্জন সাহা, উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাউয়ুম শেখ, অবলম্বন-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী, এ.কে.এম মাহাবুব আলম মুকুল, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক গৌড় চন্দ্র পাহাড়ী, ফিলিমন হেমরম, কৈলাস হাসদা, পল্লবী মুরমু, সোনালী মার্ডিসহ উপজেলা এবং ইউনিয়ন নাগরিক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্র অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিবসটি উদযাপন করা হয়। তথ্য কমিশনের সংস্কার করে আইনটিকে জনকলাণে ব্যবহার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী এই আইনের মাধ্যমে তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.