খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে লাইসেন্সসহ বিভিন্ন সেবাদানের অনুমতিপত্র না থাকায় বে-সরকারী প্রতিষ্ঠান সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই হাসপাতালটি সিলগালা করা হয়।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাসুদার রহমানসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা শহরের দক্ষিণ বাস স্ট্যান্ডের হাজী কিনিকে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন অসংগতি থাকায় তাদেরকে এক সপ্তাহের মধ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত রাখার সময় দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়।
অভিযানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান বলেন, সিটি জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের কোনো লাইসেন্স নেই, চিকিৎসক নেই। এখানে অপারেশন হয়, কিন্তু কোনো চিকিৎসক এখানে অপারেশন করেন না। এছাড়াও অভিযানের সময় তারা কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। এমনকি রোগীর কোনো রেজিস্ট্রারও নেই। এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।
অন্যদিকে; গোবিন্দগঞ্জ কমিউনিটি হাসপাতালে (হাজী কিনিকে) অনেক অসঙ্গতি থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।