খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আজাদ মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল প্রমুখ। সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু জানান, কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী কাউন্সিলে অংশ নেয়। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।