খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা বিয়াম স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষার্থীদের নবীন বরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কলেজ ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সভাপতি চৌধুরী মোয়াজ্জম আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. শফিকুর রহমান।
এতে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গাইবান্ধা সদর নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার সাব্বির আহমেদ, অধ্যক্ষ মো. রেদায়ানুল হালিম ও উপাধ্যক্ষ জান্নাতুন ফেরদৌস। শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।