খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজেন ২০২৫-২৬ অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রথম প্রান্তিকে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ‘তারুণ্যনির্ভন উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে’ গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া দক্ষিণ পাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (অ.দা.) তানিয়া তাজনীন মেমী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হোসাইন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবু রায়হানসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস গাইবান্ধা-এর সাইন অপারেটর মো. মাসুদুর রহমান মাসুদ।