খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে প্রীতিলতা পাঠাগারে পাঠচক্রের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার দারিয়াপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কমরেড আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মাসুদ রেজা, বাদস (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, নেতা মোজাম্মেল হক, অটোশ্রমিক রাজু আহম্মেদ, আলেক মিয়া, কাঠমিস্ত্রি খোরশেদ আলম, আব্দুল কাদের, ভ্যান শ্রমিক আয়নাল হক, দর্জি শ্রমিক আব্দুল মান্নান ও মাসুদা বেগম প্রমুখ।
পাঠচক্রের বিষয়- শ্রমিকের কাছে সর্বহারা রুচি-সংস্কৃতিক তুলে ধরতে হবে- কমডের শিবদাস ঘোষ।