খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে এ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ সমূহে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টম্বর) বিকেলে জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
পুলিশ সুপার বলেন, হিন্দুসম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। পূজামন্ডপ সমূহের আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন, আপনাদের নিষ্ঠা-আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণ ভাবে এ উৎসব উদযাপন সম্ভব। ব্রিফিং শেষে পুলিশ সুপার ডিউটিরত সকল সদস্যকে উৎসাহ যোগান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
উক্ত ব্রিফিং এ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দায়িত্বে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.