খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে ৩ যুবককে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসকের কার্যালয়ের পরিচালিত মাদকদ্রব্য সেবনের অভিযোগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্ব) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ রায় প্রদান করেন।
আদালত কার্যক্রম সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৩ যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারায় দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করেন। নির্দেশ থাকে যে, অর্থদন্ড পরিশোধ না করলে প্রতিটি যুবককে আরো ১ দিনের কারাদন্ড ভোগ করতে হবে।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন জেলা ফুলছড়ি উপজেলার পশ্চিম ফকিরহাটের মো. জিয়াউল খন্দকারে ছেলে অন্তর খন্দকার (২০), সদর উপজেলা উত্তর হরিনসিংহা গ্রামের সেলিম হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৩) এবং পলাশবাড়ী উপজেলার পবনপুর ইউনিয়নের মো. আলাল খন্দকারের ছেলে মারুফ খন্দকার (২৪। পরবর্তীতে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।