খবরবাড়ি ডেস্কঃ আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কার্যালয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ও লগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ গৃহীত হলেও শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ও সমাজ জীবনের অন্যান্য ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্যে বিলোপ হয়নি। গ্রামীণ নারীর সমস্যা, আইনের দৃষ্টিতে সমতা এবং বিবাহ ও পারিবারিক জীবনে নারীর প্রতি বৈষম্যে, রাজনৈতিক ও লোকজীবনে নারীর অংশগ্রহণ নিশ্চিত না হলে সামাজিক সমতা, অগ্রগতি সাধিত হবে না। বক্তারা আরো বলেন, সিডও সনদে সরকারের সকল পর্যায়ে সকল কাজ করার অধিকারের কথা বলা হলেও পুরুষতান্ত্রিক সামাজিক মনন কাঠামোর জন্য আজও তা বাস্তবায়ন করা যায়নি। তাই বক্তারা নারী-পুরুষ নির্বিশেষে সকালকে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।