খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শনি মন্দির এলাকায় পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের কার্যায়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে পরিচাললিত এ অভিযানে ১টি প্রতিষ্ঠানে ২ হাজার টাকা জরিমানা আদায় করাসহ ৪০ কেজি নিষিদ্ধ পলিথিন শব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।