খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা (৮ম) কার্যক্রম প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা ইসলামিক ফাউন্ডেশনের শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) এ.কে.এম. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ-প্রকল্প পরিচালক (অর্থ ও বাজেট) মো. আব্দর রশিদ আল মামুন। সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম। এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড সুপারভাইজার এবং কেয়ারটেকারগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।