খবরবাড়ি ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সদর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার এসআই শাহীন।
স্থানীয়দের অভিযোগ, মামুন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ দখল করে অবৈধভাবে বালুর ব্যবসা চালাতেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তাকে আটক করার খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অনেক দিন ধরেই তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। আজ গ্রেফতারের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবী পূরণ হলো।
সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, মামুন নাশকতা মামলার এজাহারভুক্ত আসামী ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।