খবরবাড়ি ডেস্কঃ দেশব্যাপী বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে ৭১০ জন শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে চারা বিতরনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম।
এসময় সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল, কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আরজুমান আরা বেগম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া ও সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বন বিভাগ জানায়, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট ২৫ হাজার চারাগাছ বিতরণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.