খবরবাড়ি ডেস্কঃ ‘প্রকৃতির ছোঁয়ায় নগর হোক প্রাণবন্ত, সবুজ পরিবেশে গড়ে উঠুক মানবতার বন্ধন’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পৌরশহরের শুভ উদ্বোধন হলো ঘাঘট পাড়ের মুক্তমঞ্চ মানববন্ধন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ মুক্তমঞ্চ মানববন্ধন উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহামিদুর রহমান দিবস, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হাম আলী, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। মুক্তমঞ্চ মানববন্ধন উদ্বোধন শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।