খবরবাড়ি ডেস্কঃ ‘ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভাপতিত্বে এবং সহকারি কমিশনার মো. আশরাফুল হকের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই টিআইবি ও সনাক কর্তৃক জাতীয় তথ্য বাতায়নের আওতায় গাইবান্ধা জেলার ৮৫টি দপ্তরের ওয়েব পোর্টাল পরিবীক্ষণের ফলাফল এবং সুপারিশসমুহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিভিক অ্যানগেজমেন্ট মো. মাসুদ রানা।
দিবসের তাৎপর্য এবং ওয়েব পোর্টাল পরিবীক্ষণ ফলাফল উপস্থাপন শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান ও জহুরুল কাইয়ুম, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল আলম ও ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী ইউনুছ আলী প্রমুখ।
আলোচনা সভায় জেলার সরকারি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, সনাক, ইয়েস এবং এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন, সেবা গ্রহীতা ও সেবা দাতার মধ্যে সুসম্পর্ক তৈরী, তথ্য অধিকার আইনে আবেদন করার সঠিকতা, সকল দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার উপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার জেলার সকল অফিসের ওয়েবপোর্টাল দ্রুত হালনাগাদ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.