খবরবাড়ি ডেস্কঃ অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা রচিত ‘উজ্জীবিত হোক তারুণ্য শক্তি নজরুল আদর্শে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড কাব মিলনায়তনে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে নজরুল শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালির আয়োজনে অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের পিআরএলপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক সমীর কুমার সরকার, নজরুল চর্চা কেন্দ্রের উপদেষ্টা সিরাজুল ইসলাম সোনা, আফরোজা বেগম লুপু ও নাসরিন সুলতানা রেখা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেল, সাংবাদিক ও সাহিত্যকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু, রজতকান্তি বর্মন, সাংস্কৃতিককর্মী উপস্থাপক শিরিন আকতার প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপন করেন হাবিবা সুলতানা পলাশ। অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
‘উজ্জীবিত হোক তারুণ্য শক্তি নজরুল আদর্শে’ বইটিতে লেখিকা ফেরদৌসী জাহান সিদ্দিকা আমাদের তরুণ সমাজে জয়গান গেয়েছেন। বইটিতে লেখিকা উপস্থাপন করেছেন যে, কবি কাজী নজরুল ইসলামের চেতনা ধারণ করে আমাদের আজকের অধঃপতিত তরুণরাই একদিন জ্ঞানভিত্তিক-ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনে সামর্থ্য হবে।