সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘কালচারাল সোসাইটি অব পীরগঞ্জে’র আয়োজনে অনলাইনভিত্তিক ভিডিও প্রতিযোগিতা ‘আমার চোখে পীরগঞ্জ ৫১১০’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয় ‘ক্যাম্প সাগুনী’র আঙিনায়। প্রতিপাদ্য ছিল—’বিকালের আলোয় স্বীকৃতির মুহূর্ত’।
প্রতিযোগিতার মাধ্যমে পীরগঞ্জের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিদ্যমান সমস্যা, সম্ভাবনা, স্থানীয় সংস্কৃতি, দর্শনীয় স্থান ও আগামীর চিত্র তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।
অনলাইন আবেদনের ভিত্তিতে মোট প্রায় ৩৫ জন প্রতিযোগী ভিডিও প্রামাণ্যচিত্র জমা দেন। জুরিবোর্ড দুটি ক্যাটাগরিতে বাছাই প্রকিয়া সম্পন্ন করে।
প্রথমে সেরা দশজনকে নির্বাচন করা হয়; তাদের মধ্যে প্রথম পাঁচজনকে ‘শ্রেষ্ঠ’ এবং পরবর্তী পাঁচজনকে ‘দ্বিতীয় স্থান’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতার উপস্থাপক ছিলেন সাদিক আরমান রাফিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকি ইসলাম; স্বাগত বক্তব্য প্রদান করেন আলিম আল রাজি। পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের সমাপনী পাঠ্য ছিল।
প্রথম ক্যাটাগরির সেরা পাঁচ বিজয়ী ছিলেন যথাক্রমে সাজেদুর রহমান সাজু,মো. রনি হাসান,সাহেব আলী,তানভীর স্বচ্ছ ও সাফিল হাসান সৌহার্দ্য।
তাদের প্রত্যেককে একটি উত্তরীয়, ক্রেস্ট, সনদপত্র এবং পীরগঞ্জের লেখকদের থেকে প্রতিজনকে একটি করে বই প্রদান করা হয়।
দ্বিতীয় ক্যাটাগরির বিজয়ীরা হলেন যথাক্রমে পারভেজ,রাজা সরকার,সাজিদ,মেহেদী ও মারজিয়া মায়া।
তাদের প্রত্যেককে একটি উত্তরীয় এবং পীরগঞ্জের লেখকের দুইটি করে বই দেওয়া হয়। এছাড়া বেস্ট নারী ক্যাটাগরিতে মারজিয়া মায়াকে বিশেষ স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ক্রেস্ট, সনদপত্র ও বই প্রদান করা হয়।