‘গাছ লাগান পরিবেশ বাঁচান-পলিথিন-প্লাস্টিক বর্জন করুণ’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে পরিবেশ সুরক্ষা আন্দোলন-২০২৫ এর উদ্যোগে বৃক্ষরোপন ও পলিথিন প্লাস্টিক বর্জন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে গাইবান্ধা জলবায়ু ও পরিবেশন আন্দোলনের আহবায়ক অ্যাড. মোহাম্মদ আলী প্রামানিকের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। সঞ্চালনায় ছিলেন জলবায়ু ও পরিবেশন আন্দোলনের সদস্য সচিব বৃটিশ সরেন এবং সহযোগিতায় ছিলেন আনারুল মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সামাজিক সংগ্রাম পরিষদ আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, বিশিষ্ট মানবাধিকার কর্মী কাজী আব্দুল খালেক এবং রওশন আলম মিলন। এসময় জয়নাল আবেদীন, মন্জুর রহমান, সাজু মিয়া, মিখাইল হাসদা, আনারুল মন্ডল, জিসান, জসিম, নাইম, সামিউল ইসলাম, আমেনা বেগম, লাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে সচেতনামূলক এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বৃক্ষরোপনরোপণ ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকৃতি রক্ষাই আজ মানবতার সবচেয়ে বড় দায়িত্ব। পলিথিন প্লাস্টিক ব্যবহার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে। তাইএর ব্যবহার পরিহার করে বিকল্প উপকরণ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ করা জরুরি।
বক্তারা আরো বলেন, ‘গাছ লাগানো শুধু পরিবেশ নয়, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার অঙ্গীকার। আজ যদি আমরা সচেতন না হই। তবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে হারিয়ে যাবে।’ কর্মসূচি শেষে স্থানীয় পরিবেশ কর্মীরা বৃক্ষরোপন এবং পলিথিন বর্জনের শপথ গ্রহণ করেন।