শহিদুল হক, সাদুল্লাপুরঃ গাইবান্ধার সাদুল্লাপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বণিক সমিতির সভাপতি স্বপন ও রিপোর্টার্স কাব সভাপতি শহিদুল হক প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার চারমাথা মোড় এলাকা ও ধাপেরহাটের আন্ডার পার্সের বিভিন্ন স্থানে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা ভ্যান, অটোরিকশা, ট্রাক, হাটবারে অতিরিক্ত যানবাহন এবং ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে যানজট আরো বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষ সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরো উল্লেখ করেন, বাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্থানে অটোরিকশা-ভ্যান স্ট্যান্ড নির্ধারণ, ফুটপাত দখলমুক্ত করা, এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যানজট অনেকাংশে কমানো সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘যানজট নিরসনে শুধু প্রশাসন নয়, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রশাসন যে কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে, তবে জনসচেতনতা ও স্বেচ্ছাসেবী ভূমিকা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।’