খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মরহুম কৃষিবিদ সামিয়ুর রহমান স্মরণে নাগরিক শোকসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম উচ্চ বিদ্যাল ও কলেজের হলরুমে শোক সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। ভাতগ্রাম এলাকাবাসীর আয়োজনে ঘোড়াঘাট সরকারি কলেজের প্রভাষক আরশাদ হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এসময় সাদুল্লাপুর উপজেলা বিএনপি এবং ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃবন্দ উপস্থিত ছিলেন। শেষে কৃষিবিদ সামিয়ুর রহমান আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করা হয়।