শহিদুল হক, সাদুল্লাপুরঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির সাদুল্লাপুর উপজেলা প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান, সহ-সমন্বয়কারী আব্দুর রহিম, সাবেক ছাত্র সমন্বয়ক শাকিল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি তৌফিকুর রহমান, যুব জামাতের সভাপতি, মুশফিকুর রহমান সাগর, ভুক্তভোগী কৃষক সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সুপার জায়দুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা ধর্ষণ, চুরি-ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন চাঁদাবাজীর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
এ বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন খন্দকার জানান, প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।