খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলামকে (৪০) আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে ১টা পর্যন্ত সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত আশরাফুল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রেজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হেলেঞ্চা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারীর সাথে জড়িত আশরাফুলকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে মেঝের নিচ থেকে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আশরাফুলকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সাঘাটা থনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।