খবরবাড়ি ডেস্কঃ রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, সাম্প্রদায়িক সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় নাগরিক সমাজের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনউদ্যোগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী, সুজন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও বাংলাদেশ রবিদাস ফোরাম-এর যৌথ আয়োজনে শনিবার (২ আগস্ট) সকালে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি বিপুল কুমার দাস, যুগ্ম সম্পাদক মাধবী সরকার, পিএফজি’র সদস্য ফরহাদ আলী, সাংবাদিক হেদায়েতুল ইসলাম বাবু, মানবাধিকারকর্মী অঞ্জলী রানী দেবী, নারী নেত্রী মাজেদা খাতুন, দলিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি খিলন রবিদাস এবং রবিদাস ফোরামের সভাপতি সুনিল রবিদাসসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, রংপুরের হামলা শুধু একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নয়, এটি সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত। অভিযুক্ত কিশোরকে গ্রেফতারের পরও হামলার ঘটনা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। তারা হামলার নেপথ্যের কুশীলবদের দ্রুত গ্রেফতার ও শাস্তি, ভুক্তভোগীদের পুনর্বাসন, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, বিশেষ ট্রাইব্যুনালে বিচার, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের দাবী জানান।
বক্তারা আরো বলেন, ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক হামলা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে, যা সংবিধান ও রাষ্ট্রের মৌলিক নীতির পরিপন্থী।