খবরবাড়ি ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার গোবিদন্দগঞ্জ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ফারুক আহম্মেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা অধ্যাপক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা সহ-সভাপতি রেজানুল হাবিব রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনুু, সাধারণ সম্পাদক আবুু জাফর লেলিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, যুগ্ম আহবায়ক রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, যুগ্ম আহবায়ক অধ্যাপক জুবায়েরুল হক, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক (দায়িত্ব) সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রনক, আব্দুল মান্নান সেন্টু, মনোয়ার হোসেন রাজু, মোকাদ্দাম হোসেন সজল, উপজেলা যুবদল আহবায়ক তহিদুল আলম জুয়েল, পৌর যুবদল আহবায়ক মঈন উদ্দিন লিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, থানা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব রানু মন্ডল বাবু, পৌর স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব কাজল চাকী, ওলামাদল সাধারণ সম্পাদক সুফি আনিসুজ্জামান বিদ্যুৎ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দো’য়া পরিচালনা করেন গাইবান্ধা জেলা ওলামাদল সভাপতি মাও. ইসমাইল হোসেন সিরাজী।