খবরবাড়ি ডেস্কঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌর বিএনপি’র আয়োজনে দো’আ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পৌশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দো’আ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক সাজু প্রামাণিক, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিকদলের সভাপতি শাহীন মিয়া, পৌ যুবদল যুগ্ম আহবায়ক রাজু সরকার, পৌর তাঁতীদলের সদস্য সচিব নু আলম ও পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পদক সাইফুল ইসলাম। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনাসহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো’য়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও. মোস্তাফিজার রহমান রাজা।