খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ গাইবান্ধা জেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে মো. জাহিদ রেজা স্বপন মানিককে সভাপতি ও মো. হায়দার আলী সরকারকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ গাইবান্ধা জেলা শাখা ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মুক্তার আখন্দ এবং সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম রিপু, সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক এমআর মুকুল, আব্দুস সালাম শেখ, হাফিজার রহমান হাফিজ, রাজা মিয়া, আয়নাল হক, কাজল মাস্টার, আব্দুর রহমান, আব্দুর রহিম মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান প্রামানিক, আশরাফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খন্দকার সাফায়াতুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল রহমান সেন্টু ও কার্যকরী সদস্য অধ্যাপক শামীম সুলতান সুমন।