খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) গাইবান্ধা জেলা পার্টি কার্যালয়ে সম্মেলনের শুরুতেই কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় যারা না ফেরার দেশে চলে গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলন গোলাম রব্বানী মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রব্বানী, আমাতুর নুর ছড়া, ইব্রাহিম খলিল নান্নু, মনির হোসেন সুইট, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ, আপন কুমার, ওয়ারেছ সরকার ও রানু প্রমুখ।
বক্তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শোষণমুক্ত সমাজ ছাড়া এদেশের গরীব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। পার্টিকে শ্রমজীবী মানুষ সাধারণ কৃষকের মধ্যে কাজ করার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে গোলাম রব্বানী মুসাকে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়।