খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি বাজার স্পোর্টিং কাবের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল’ এবং ‘মাদক ছেড়ে মাঠে চল’— এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। প্রধান বক্তা ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। বিশেষ অতিথি ছিলেন বালুসিড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক মাস্টার।