খবরবাড়ি ডেস্কঃ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও গাছের চারা বিতরণ এবং বেকার যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ।
ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে একটি র্যালী বের হয়ে কালিরবাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তাজুল ইসলাম আলবেরুনী ও উপজেলা জামায়াতের আমীর মাও. সিরাজুল ইসলাম প্রমুখ। শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে প্রশিক্ষণ সনদ, গাছের চারা ও বেকার যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, যুব সমাজকে সামাজিক কাজে অগ্রসর হতে হবে। কারণ যুবরাই বদলে দিতে পারে একটি সমাজের চিত্র। তাই যুব সমাজের উচিত দেশের কাজে নিজেকে নিয়োজিত করা।