খবরবাড়ি ডেস্কঃ প্রি-পেইড বিদ্যুৎ মিটার সংযোগ স্থাপন বন্ধসহ ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন করেছে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আনাউর রহমান আনু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমিনুর ইসলাম গোলাপ, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মনজুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পাটি জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কৃষক শ্রমিক জনতা লীগ জেলা সভাপাতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শ্রমিক নেতা সাদেকুল রহমান মুরাদ, দেবল কুমার সরকার, মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, লুৎপর আবু তারেক, সাইফুল ইসলাম ও আজাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানী (নেসকো) গাইবান্ধা শহরের বিভিন্ন বাসা-বাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রি-পেইড মিটার সংযোগ কার্যক্রম চালাচ্ছে। অথচ বাস্তবায়নের আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকের কোনো মতামত গ্রহণ ছাড়াই তারা জনমতের তোয়াক্কা না করেই একতরফাভাবে বিগত সরকারের আমলে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছে।
ইতোমধ্যেই যারা প্রি-পেইড মিটার নিয়েছেন তারা নানা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে বক্তারা আরো বলেন, প্রি-পেইড মিটার থেকে অতিরিক্ত ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ নানা জটিলতা তৈরি হচ্ছে। তাই স্থাপন সকল প্রি-পেইড মিটার দ্রুত অপসারণ করসহ অবিলম্বে মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করতে হবে।