খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক-এর শুভাগমন উপলক্ষ্যে সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের আয়োজনে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কলেজের হলরুমে অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। কলেজের প্রভাষক মোছা. তাহমিনা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির সহ-সভাপতি পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির নেতা মুকুল আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, জ্যেষ্ঠ প্রভাষক মোস্তাফিজুর রহমান পাপুল, প্রভাষক মাহমুদা খাতুন চৌধুরী ও ফিরোজ কামাল প্রমুখ। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।