খবরবাড়ি ডেস্কঃ ‘আতস্ক নয় সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ এ শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পৌরশহরের পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এসএম মডেল পাইলট সকারি উচ্চ বিদ্যালয় ও গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ-এ পৃথক পৃথক ভাবে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা সহায়তা কমিটির সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম, এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল বারী সরকার, গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার ও সহকারি শিক্ষক তাহমিনা খাতুন প্রমুখ। এসময় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও পৌরসভা সহায়তা কমিটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।