খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ডেঙ্গু রোগের প্রতিকার ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বিয়ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডেঙ্গু রোগের প্রতিকার ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান বিয়ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ পলাশবাড়ী উপজেলা কমিটির সভাপতি সুরুজ হক লিটন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. একেএম আমির ফয়সাল বাঁধন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ মাহবুবুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকরি শিক্ষক স্বপন সরকার, মোছা. সাবিনা ইয়াসমিন, সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, মোছা. তাহমিনা খাতুন, বিশাখা রানী সরকার, পল্লী অগ্রগতির সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা সদস্য সাংবাদিক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম, সহ-সভাপতি গোলজার সরকার রাজিব, সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার ও সদস্য মোছা. শিরিনা আক্তার প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বসুন্ধরা শুভ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ডেঙ্গু রোগের প্রতিকার এবং পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন আলোকপাত করা হয়।