খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে শাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে মিথ্যা অপবাদ দিয়ে আম গাছে বেঁধে নির্যাতন চালিয়ে করে চুল কেটে দেয়ার ঘটনায় ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহিদা বেগম উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের দুলা মিয়ার স্ত্রী।
মামলার এজাহার সুত্রে জানা যায়, মামলার বাদী গত ২৬ জুলাই ম্যাক্সির কাপড় সেলাই করতে পার্শ্ববর্তী গ্রামে তার জা’র বাড়ীতে যায়। পরদিন ২৭ জুলাই তিনি নিজ বাড়ীতে আসলে মামলার ১নং আসামী ইউনুছ আলীর নির্দেশে বাকী আসামীরা শাহিদাকে কু-করুচিপূর্ণ গালিগালাজ ও মিথ্যা অপবাদ দিয়ে একটি আম গাছের সাথে বেঁধে রেখে ব্যাপক নির্যাতন চালায়। একপর্যায়ে আসামীরা চুল কাঁটার ট্রিজার মেশিন দিয়ে বাদী সাহিদা বেগমের মাথার চুল কেটে দেয়। পরে ইউপি সদস্য মজনু মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাহিদা বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। যাহার মামলা নং-০২ তারিখ-০২/০৮/২০২৫।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।