
খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৫ টায় পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার হতে পৌর শহরের প্রধান প্রধান সড়ক বিজয় র্যালিটি প্রদক্ষিণ শেষে গাইবান্ধা বাস স্টান্ড চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপি সভাপতি ও সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের বিএনপির মনোনীত এম,পি প্রার্থী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক বলেন,
৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাই আমাদের প্রেরণা। আজকের দিনে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে, যেন আর কখনো স্বৈরাচারী খুনি হাসিনার অনুগামীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। গণতন্ত্র পুনরুদ্ধারে এই ঐক্যই আমাদের প্রধান শক্তি।
এছাড়াও বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশফেকুর রহমান রিপন, সাবেক বিএনপির সভাপতি শাহ আলম সরকার,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতাল্লিব সরকার বকুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রউফ আন্জু, পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ রাজু আহমেদ,যুবদল নেতা সাগর সরকার মিনু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শামিম রেজা,উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।