খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে পৃথক অভিযানে ১ হাজার ৪’শ ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্-নেওয়াজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২), মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ঢাকা-রংপুর মহাসড়কে মাদকবিরোধী অস্থায়ী চেকপোট স্থাপন করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সদস্যরা রাত ২টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অন্যদিকে; একই স্থানে রাত ৩টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাসি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।