খবরবাড়ি ডেস্কঃ নারীর ক্ষমতায়নে সচেতনতা ও দক্ষতা লক্ষ্যে গাইবান্ধা পৌরসভার বাড়িধারাপাড়ায় কমিটির সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক টুম্পা রানী দেব, সদস্য সম্পা রানী ও তরুণী সদস্য তন্দ্রিমা তুলি প্রমুখ।
বক্তারা মহিলা পরিষদের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের আলোকে নারীর ভোটাধিকার, যুদ্ধবিরোধী শান্তি আন্দোলন, নারী পুরুষের সমতা, নারী শিক্ষা ও সমাজ সংস্কার, নারী সমাজের উন্নয়ন, মুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।