শরীফ মেহেদী হাসান,রংপুর তারাগঞ্জঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় শ্বশুর ও জামাতাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ পুলিশ সদস্য ও ২এস আই কে তারাগঞ্জ থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার আবু সাঈম।
গত শনিবার (৯ আগষ্ট) উপজেলার সয়ার ইউনিয়নের ছেতরা বটতলা নামক স্থানে গণপিটুনিতে শ্বশুর ও জামাতা (ভাগনির স্বামী) নিহত হন। এ ঘটনায় বাদি হয়ে রুপলালের স্ত্রী মালতী রাণী দাস বাদি হয়ে তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
প্রত্যাহার হওয়া ৬ পুলিশ সদস্যরা হলেন, মোঃ ফিরোজ কবির, বাবুল চন্দ্র রায়, হাসান আলী, ফারিকিত আখতার জামান,মোক্তার হোসেন ও ধীরাজ কুমার রায়। এবং প্রত্যাহার হওয়া ২ এস আই সদস্যরা হলেন, পুলিশ লাইন্স রংপুর থেকে যুক্ত থাকা এস আই মোঃ শফিকুল ইসলাম ও তারাগঞ্জ থানার এস আই মোঃ আবু যোবায়ের ইসলাম।