খবরবাড়ি ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয় চত্ত্বর হতে একটি বিশাল বিজয় র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির এ র্যালীতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অংশগ্রহণকারী দলের নেতাকর্মীরা সাঈদ-ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, স্বৈরাচারের দালালেরা-হুঁশিয়ার সাবধান। মা-মাটি ডাকছে তারেক রহমান আসছে ছাড়াও বিভিন্ন শ্লোগান দেয়। এরআগে র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ প্রমুখ।
বক্তারা সমাবেশের বলেন, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার রুখে দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।